1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামী সন্দেহভাজন

খুলনার দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) ভোরে আলামিন শিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে নিজ বাড়ির আঙিনায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি একই গ্রামের কাওসার শিকদারের ছেলে। এই ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আলামিন একজন শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং পেশাগতভাবে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রত্যুষে তিনি ঘর থেকে বের হতেই এক দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন জানান, ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আলামিনের স্ত্রী ছিলেন ঝিনাইদহ জেলার বাসিন্দা মো. আসাদুলের (৩৮) প্রাক্তন স্ত্রী। সেই সম্পর্ক থেকে বিদ্বেষের কারণে আসাদুল দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন এবং পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে এবং পারিপার্শ্বিক সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘাতকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে। পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট