1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ

পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

দেশব্যাপী জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম শেখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাকের পার্টি পিরোজপুর জেলার সহ-সভাপতি চন্দ্র শেখর লিটু,
সাংগঠনিক সম্পাদক জামান মৃধা, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুস সত্তার শেখ, এবং জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার সভাপতি ফরহাদ আহম্মেদ সিয়াম।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তারা বলেন, জাকের পার্টির মূল লক্ষ্য হলো নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করা। তারা উল্লেখ করেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই সংগঠনের মূল উদ্দেশ্য।

সভায় বক্তারা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
তারা বলেন, দেশের চলমান স্থিতিশীলতা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মানবতার রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৪১ দিনব্যাপী জাকের পার্টির সাংগঠনিক জনসভা চলছে। এই কর্মসূচির লক্ষ্য হলো দলীয় কাঠামোকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক গভীর করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট