1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর, ঘরোয়া ক্রিকেটে নতুন প্রাণ - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর, ঘরোয়া ক্রিকেটে নতুন প্রাণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর, ঘরোয়া ক্রিকেটে নতুন প্রাণ

দীর্ঘ বিরতি শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আজ (১১ ডিসেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। বিপিএলের আগে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে কাজ করবে।

এনসিএল টি-টোয়েন্টির জার্সি উন্মোচন অনুষ্ঠানে আট দলের অধিনায়ক ও প্রতিনিধিরা নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাদের মতে, এ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে বিপিএল এবং জাতীয় দলে ফেরার সুযোগ পাওয়া যাবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, যিনি রংপুর দলের নেতৃত্ব দিচ্ছেন, এই টুর্নামেন্ট নিয়ে বলেন, “বিপিএল বাদে ঘরোয়া ক্রিকেটে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনেক দিন ধরে চাচ্ছিলাম। এটি খুব ভালো উদ্যোগ। আশা করছি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হবে, যা বিপিএলে আমাদের সহায়তা করবে।”

ঢাকা মেট্রোর অধিনায়ক মোহাম্মদ নাঈম শেখ এই টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন। অন্যদিকে খুলনার প্রতিনিধিত্ব করা জিয়াউর রহমান বলেন, “আমরা সব সময় চাই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আরও বেশি হোক। এবারের আয়োজন বিপিএলের প্রস্তুতিতে কাজে দেবে।”

বরিশালের অধিনায়ক সোহাগ গাজী তার দলের ভালো খেলার প্রত্যাশা জানিয়ে বলেন, “ভুল-ত্রুটি যতটা কম করা যায়, মাঠে চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার।”

এই টুর্নামেন্টের মাধ্যমে ১২৩ জন স্থানীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন। আকবর আলী বলেন, “বিপিএলে আমাদের কম খেলোয়াড়ই খেলার সুযোগ পায়। তবে এনসিএল টি-টোয়েন্টিতে অনেক ক্রিকেটার সুযোগ পাচ্ছে। সবাই খুব রোমাঞ্চিত।”

জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের হয়ে মাঠে নামছেন। তার সতীর্থ ইয়াসির আলী বলেন, “তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার থাকা দলের জন্য অনুপ্রেরণাদায়ক। তার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করবে।”

এবারের টুর্নামেন্টের সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং স্টেডিয়ামের আউটার মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ মাঠে গড়াবে। ২১ ও ২২ ডিসেম্বর প্লে-অফের খেলা এবং ২৪ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আর সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন।

বিপিএলের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। আকবর আলী বলেন, “অন্যান্য সময় জাতীয় লিগ বা বিসিএলের পর বিপিএল খেলতে হতো। সাদা বলে প্রস্তুতির সুযোগ কম থাকত। এবার টি-টোয়েন্টি খেলেই বিপিএলে যাব। এতে সবার প্রস্তুতি ভালো হবে।”

এনসিএল টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের প্রমাণের বড় সুযোগ। দর্শক-সমর্থকরাও অপেক্ষা করছেন সিলেটে জমজমাট এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট