রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ছিলেন বড় আশার নাম। তবে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে নিজের সুনামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হচ্ছেন তিনি। বুধবার (২৭ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে সমতা ফেরানোর এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশ করেছেন এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের গোলের সুযোগ আসলেও ম্যাচের ৭০তম মিনিটে এমবাপ্পের পেনাল্টি মিস তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে। দলের পরাজয়ের পর আরও চাপে পড়েছেন বলে মনে করেন তার সতীর্থ জুড বেলিংহাম।
ম্যাচ শেষে মিডফিল্ডার জুড বেলিংহাম বলেন, “এটা (পেনাল্টি মিস) ম্যাচের বড় একটি মুহূর্ত ছিল, তবে এমন ঘটনা ঘটতেই পারে। কিলিয়ান একজন অসাধারণ খেলোয়াড়, কিন্তু তার ওপর অনেক চাপ রয়েছে কারণ সে খুবই প্রতিভাবান। তবে পেনাল্টি মিসই আমাদের খেলা হারার কারণ নয়।”
বেলিংহাম আরও বলেন, “আমাদের দলগত পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। লিভারপুল আমাদের চেয়ে ভালো খেলেছে, এটাই সত্য। কিলিয়ান তার মাথা উঁচু রাখতে পারে। আমি নিশ্চিত, সে ভবিষ্যতে এমন অনেক মুহূর্ত তৈরি করবে যা এই ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।”
চ্যাম্পিয়নস লিগে এই পরাজয় রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। লস ব্লাঙ্কোদের সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড়ও এখনও দলে নিজের প্রভাব পুরোপুরি দেখাতে পারেননি। দলের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য তার খেলোয়াড়দের প্রতি আস্থা রেখেছেন এবং আশা করছেন, পরবর্তী ম্যাচগুলোতে তারা ঘুরে দাঁড়াবে।
সমর্থকদের জন্য এমবাপ্পের পেনাল্টি মিস হতাশার হলেও, তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। এই তারকা ফরোয়ার্ডের ওপর দল এখনও ভরসা রাখছে। সামনের ম্যাচগুলোতে তিনি কীভাবে নিজের সামর্থ্য প্রমাণ করেন এবং সমালোচনার জবাব দেন, সেটিই এখন দেখার বিষয়।