চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই চিটাগং কিংস নিজেদের আধিপত্য প্রমাণ করল। ২০০ রানের বিশাল স্কোর গড়ে খুলনা টাইগার্সকে ১৫৫ রানে আটকে রেখে জয় তুলে নেয় তারা।
চিটাগং কিংসের হয়ে ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক আজকের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেন। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে ৫০ বলে ১০১ রান করেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল ২০২। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৭টি বাউন্ডারি। ক্লার্ক মাহফুজুর রহমানের এক ওভারেই নেন ২৭ রান। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেনের সঙ্গে ১২৮ রানের পার্টনারশিপ গড়েন ক্লার্ক।
ক্লার্ক আউট হওয়ার পর চিটাগংয়ের শেষ চার ওভারে রান তোলার গতি কিছুটা কমে যায়। তবুও, তাদের ইনিংস থামে ২০০ রানে। খুলনার বোলারদের মধ্যে সালমান ইরশাদ ও মোহাম্মদ নেওয়াজ প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।
ওভারপ্রতি ১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার শুরুটা ছিল হতাশাজনক। ৩.৩ ওভারে ৩০ রান তোলার সময় তারা হারায় ২টি উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৮ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে দলের অন্য ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রানেই থামে খুলনার ইনিংস।
চট্টগ্রামে বিপিএলের প্রথম দিনের খেলায় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তবে খুলনার ব্যাটিংয়ে প্রতিদ্বন্দ্বিতার অভাব দর্শকদের আগ্রহ কমিয়ে দেয়, এবং ম্যাচ শেষ হওয়ার আগেই অনেকেই গ্যালারি ছেড়ে চলে যান।
চিটাগং কিংস এই জয়ের মাধ্যমে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে। মিরপুরে প্রথম ম্যাচে খুলনার কাছে হারের পর থেকে টানা জয় পাচ্ছে তারা। বর্তমানে তারা ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, মিরপুর ও সিলেট পর্বের পর টানা চতুর্থ হার দেখল খুলনা টাইগার্স।
সাত ম্যাচে সাতটি জয় নিয়ে রংপুর রাইডার্স ১৪ পয়েন্টে শীর্ষে রয়েছে। চট্টগ্রামে কালকের ম্যাচে রংপুরের মুখোমুখি হবে চিটাগং কিংস।