
জুলাই বিপ্লবে শাহাবাগে আহত পিরোজপুরের নেছারাবাদের ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ০৫টার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।
ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদ কাঠি গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজে বের হলে ঢাকা শাহবাগে ১১ জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হয়ে বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।
ইমাম হোসেন বলেন, ১১ জুলাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজের উদ্দেশ্যে বের হলে শাহবাগ চত্তরে পুলিশ আমার উপর লাঠিচার্জ করে, এতে আমার বাম হাত ভেঙে যায়। আমি ভারি কোন কাজ করতে পারি না বলে জেলা প্রশাসক মহোদয় আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার (ভূমি) মো: রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবের আহত ইমাম হোসেনকে কিছু মালামালসহ একটু দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের এ ধরনের সাহায্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related