1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলের ইঙ্গিত - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলের ইঙ্গিত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পানামা খাল আবার দখলে নিতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে তিনি বলেন, “পানামা যদি এই গুরুত্বপূর্ণ জলপথটি গ্রহণযোগ্যভাবে ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে খালটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি জানাব।”

ট্রাম্প অভিযোগ করেন, পানামা খাল ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত মাশুল দিতে হচ্ছে, যা অগ্রহণযোগ্য। তিনি আরও দাবি করেন, খালটি যেন ‘ভুল হাতে’ না পড়ে। এর মাধ্যমে তিনি চীনের প্রভাবের বিষয়ে ইঙ্গিত দেন।

এক পোস্টে তিনি সতর্ক করেন, “চীনের পানামা খাল ব্যবস্থাপনায় কোনো ধরনের প্রভাব থাকা উচিত নয়। আমি এ বিষয়ে আগে থেকেই সতর্ক করে আসছি।”

ট্রাম্পের এই বক্তব্যের ফলে যুক্তরাষ্ট্রের কূটনীতিতে একটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পানামা যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশ হওয়া সত্ত্বেও, ট্রাম্প তার বক্তব্যে সরাসরি তাদের নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়েও মিত্র দেশগুলোকে চাপে রাখতে এবং হুমকি দিতে দ্বিধা করেননি। পানামা খাল নিয়ে তার এই মন্তব্য সেই নীতিরই ধারাবাহিকতা।

ট্রাম্প পানামার চার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “পানামা যে চার্জ করছে, তা হাস্যকর। যুক্তরাষ্ট্র উদারতার সঙ্গে পানামাকে সহায়তা করেছে। এই সহযোগিতা অন্যদের সুবিধার জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও পানামার ঐতিহাসিক অংশীদারিত্বের নিদর্শন।”

পানামা খাল আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের মধ্যে সংযোগকারী একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ। এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৯ সালে পানামা যুক্তরাষ্ট্রের কাছ থেকে খালের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে খাল ব্যবস্থাপনায় তাদের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক হয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। পানামা সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বার্তা ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকার নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল নিয়ে মন্তব্য তার আগ্রাসী কূটনীতির আরেকটি উদাহরণ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে কী ধরনের প্রতিক্রিয়া হয় এবং পানামা সরকারের অবস্থান কী, সেটিই এখন দেখার বিষয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট