1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পটিয়ায় রেললাইনে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, পাওয়া গেল চিরকুট - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

পটিয়ায় রেললাইনে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, পাওয়া গেল চিরকুট

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
নিহত রাজন দত্ত

চট্টগ্রামের পটিয়ার ধলঘাট রেললাইনে রাজন দত্ত (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ধলঘাট রেলওয়ে স্টেশনের ১০০ মিটার উত্তরে লাশটি পাওয়া যায়।

নিহত রাজন দত্ত পটিয়ার ধলঘাট ইউনিয়নের মৃত মিলন দত্তের ছেলে। তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। প্রতিবেশীদের মতে, রাজন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এমবিএ শেষ করলেও কোনো চাকরি না করে ২০১১ সাল থেকে স্থানীয় অ্যাপেক্স কোচিং সেন্টারে পড়াচ্ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে কক্সবাজারগামী একটি বিশেষ ট্রেন ধলঘাট রেলপথ দিয়ে অতিক্রম করে। এর কিছুক্ষণ পর স্থানীয়রা রেললাইনে রাজনের লাশ পড়ে থাকতে দেখেন। রাজনের একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেঁতলানো এবং নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।

ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ জানান, রাজনের ঘরের ড্রয়ারে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল:
“আমি মনে করি, আমার এই জন্মের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারও কোনো হাত নেই। তাই সকলের প্রতি অনুরোধ, অকারণে কাউকে কোনো হয়রানি করবেন না। আমার কাছ থেকে কেউ কোনো টাকাপয়সা পাবে না, আমার কোনো ঋণ নেই। সকলের মঙ্গল হোক, বিদায়!”

চিরকুটটি রাজনের লেখা কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাজনের বড় ভাই জানান, সকালে রাজনকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যেই রেললাইনে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজনের লাশ শনাক্ত করেন।

রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে রাজনের মৃত্যু হয়েছে। তবে চিরকুটের সত্যতা যাচাই করা হচ্ছে।

পটিয়া স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন জানান, ধলঘাট স্টেশনে কোনো ট্রেন থামে না এবং সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারীও নেই। ফলে দুর্ঘটনার বিষয়ে তাঁর কোনো ধারণা নেই।

রাজন দত্তের লাশ উদ্ধারের ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। চিরকুটে আত্মহত্যার ইঙ্গিত থাকলেও ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং চিরকুটের সত্যতা পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট