1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পত্তির বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পত্তির বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পত্তির বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের
পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯মার্চ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেছেন। যাহার মামলা নং ৩/২০২৫ এবং ৪/২০২৫,মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
উল্লেখ যে,সালমা রহমান হ্যাপি জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং মোঃ মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব এ.কে.এম.এ  আউয়াল এর ছোট ভাই।
মামলার বিবরণীতে জানা যায়,সালমা রহমান হ্যাপি জেলার বিভিন্ন মৌজায় ২৮.৬৫ শতাংশ জমি, ঢাকার পল্লবীতে ৫ শতাংশ জমির মূল্যমান সহ বিভিন্ন কোম্পানির শেয়ার ও ঠিকাদারী ব্যবসায় মোট ১৬ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৫৯১ টাকা আয় করেছেন যার বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১৪ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৩০২ টাকা। সে ক্ষেত্রে সালমা রহমানের অসৎ উপায়ে আয় পাওয়া যায় ১ কোটি ৮০ লাখ ১২ হাজার ২৮৯ টাকা। যাহা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে।
অন্যদিকে,তার স্বামী মজিবুর রহমান খালেক জেলার বিভিন্ন মৌজায় ১৫.৪৫ একর  জমি, ইটভাটা এবং এ.এগ্রো ফুড কোম্পানির নামে ভবন তৈরিসহ অনুসন্ধান নথিতে  পাওয়া যায় ৬ কোটি ৪৯ লাখ ৬৭ লাখ ২৯৬ টাকা,যার  বিপরীতে আয় পাওয়া যায় ২ কোটি ৬২লাখ ৮৭ হাজার ৩৬২ টাকা। ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯৩৪ টাকা মূল্যমানের অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের বহির্বিত সম্পদ প্রতিয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়।
 এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম বলেন,পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি ও  পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক দম্পত্তির বিরুদ্ধে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস সম্পদ অর্জন পূর্বক নিজ ভোগ  দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।তাদের উভয়ের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
সালমা রহমান হ্যাপি ও মজিবুর রহমান খালেক বর্তমানে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া  সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট