1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা: অধ্যক্ষ আলমগীর হোসেন - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা: অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি মাস্টার নিহার রঞ্জন মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে দেশের শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষকরা ভালো থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ দিলীপ কুমার ও মৃণাল কান্তি সিকদার। সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সুব্রত সমাদ্দার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট