1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভাণ্ডারিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডি.কে.এস - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

ভাণ্ডারিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডি.কে.এস

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
ভাণ্ডারিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস)।

রোববার (৮ ডিসেম্বর) সকালে ভাণ্ডারিয়ার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্পসহ স্থানীয় অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় পার্টি-জেপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান চৌধুরি। তার সঙ্গে ছিলেন ইউনিয়ন সচিব শ্যামল কৃষ্ণ রায় এবং স্থানীয় জেপি নেতৃবৃন্দ।

দুপুরে ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে অংশ নেন ভিটাবাড়িয়া ইউনিয়নের জেপি সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, যুবসংহতির সভাপতি মো. মামুন হাওলাদার, মো. নাসির উদ্দিন, এবং জেপি মহিলা পার্টির নেত্রী অনামিকা চক্রবর্তী ও নাসিমা আক্তার।

বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা সদরে সড়ক ও জনপথ বিভাগের বাংলো প্রাঙ্গণে পৌর শহরের আবাসন প্রকল্প, জাপানি ব্রাক ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেপি নেতা মো. মজিবুর রহমান চৌধুরি, মো. রেজা আহম্মেদ দুলাল এবং যুবসংহতির নেতা মো. মঞ্জু সরদার।

ডি.কে.এস-এর এই উদ্যোগে সহায়তা করেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন ও মো. কবির হোসেন। এছাড়া বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রবীণ সমাজসেবকরা কার্যক্রমে অংশ নেন।

ডি.কে.এস দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে দারুণ সাড়া পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট