1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মোটরসাইকেল দুর্ঘটনায় জিয়ানগরে স্কুল ছাত্র নিহত, আহত -০১ - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

মোটরসাইকেল দুর্ঘটনায় জিয়ানগরে স্কুল ছাত্র নিহত, আহত -০১

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ২নং পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং রিফাত (১৫) নামে তার এক চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (০৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগরা টেংরাখালী সড়কের হাওলাদার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুল ইসলাম পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। সে জিয়া নগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিলেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাবিবুল ইসলাম এবং রিফাত ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে ড্রাইভিং শিখতেছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে পড়ে গিয়ে দুজনই গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং রিফাতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন জানান, মোটরসাইকেল ড্রাইভিং শিখতে গিয়ে দুই স্কুল ছাত্র গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয় এবং রিফাত নামে এক স্কুল ছাত্র হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। নিহত হাবিবুলের  পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট