সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল যেন রূপ নিলো রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবুর ভয়ঙ্কর বোলিং শোতে। ফাইনালের প্রথম ওভারে বাউন্ডারিতে শুরু হলেও পরবর্তী সময়ে যা ঘটেছে, তা এক কথায় ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে রইলো।
রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু মিলে ঢাকার ব্যাটিং লাইনআপ একেবারে গুঁড়িয়ে দিয়েছেন। মাত্র ১৬ রানের মধ্যেই তুলে নিয়েছেন ঢাকার প্রথম ৫ উইকেট। টুর্নামেন্টে এত কম রানে ৫ উইকেট হারানোর নজির আগে আর ছিল না।
ঢাকা মহানগরের ব্যাটিং বিপর্যয় রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। পুরো দল অলআউট হয়ে গেছে মাত্র ৬২ রানে। এটি শুধু এবারের টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহই নয়, বাংলাদেশের স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হওয়ারও প্রথম ঘটনা।
এর আগে, ২০১৬ সালের বিপিএল ফাইনালে রাজশাহী কিংস ১০৩ রানে অলআউট হয়েছিল ঢাকার বিপক্ষে। তবে এবার ঢাকার দল গুটিয়ে গেছে আরও কম রানে, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন একটি মাইলফলক।
১. সর্বনিম্ন দলীয় সংগ্রহ (৬২ রান)
২. ১৬ রানে ৫ উইকেট হারানোর নতুন রেকর্ড
৩. স্বীকৃত টি-টোয়েন্টি ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হওয়ার প্রথম ঘটনা
রংপুরের দুই পেসারের বিধ্বংসী বোলিং ঢাকার ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দিয়েছে। তাদের দাপটে ফাইনালটি একপেশে রূপ নিয়েছে। মাঠে ঢাকার ব্যাটসম্যানদের অসহায়ত্ব যেন টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
রংপুরের বোলিং লাইনআপের এমন পারফরম্যান্স তাদের জয় সহজ করে দিয়েছে, যা টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে এক কথায় ঐতিহাসিক।