২০২৩ সালের ৩ অক্টোবর ইরানের ক্লাব নাসসাজি মাজানদারানের বিপক্ষে গোল করেছিলেন নেইমার। এরপর কেটে গেছে ৫০০ দিনেরও বেশি, কিন্তু পেশাদার ফুটবলে আর গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা।
সান্তোসের জার্সিতে প্রত্যাবর্তনের পর প্রথম গোলটি পেলেন নেইমার, যা এসেছে পেনাল্টি থেকে। এদিন শুধু গোলই নয়, একটি অ্যাসিস্টও করেন ব্রাজিলিয়ান নাম্বার টেন। যদিও পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি তিনি।
ম্যাচ পর্যালোচনা
নেইমারের দীর্ঘদিন গোল না পাওয়ার অন্যতম কারণ তার ইনজুরি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার ফলে তাকে বিদায় জানায় সৌদি ক্লাব আল হিলাল। এরপর শীতকালীন দলবদলে শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে ফিরে আসেন তিনি। চতুর্থ ম্যাচে এসে গোল পেলেন সান্তোসের রাজপুত্র।
গোল করে দলকে জেতানোর পর নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, “একটি গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন। এগিয়ে চলো সান্তোস।”