1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

কায়রো সফরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূস

মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনি কায়রোর ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস আল-আজহার আল-শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েবের আমন্ত্রণে এ ভাষণ দেবেন। উল্লেখ্য, গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে এক অনুষ্ঠানে গ্র্যান্ড ইমাম আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সফরের উদ্দেশ্যে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি কায়রো পৌঁছান।

ড. ইউনূস তার সফরের অংশ হিসেবে আজ কায়রোতে অনুষ্ঠিতব্য ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনের ১১তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ডি-৮, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত, একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ড. ইউনূসের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার খবরে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এটি বাংলাদেশের সঙ্গে মিশরের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট