1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ওয়াশিংটনে জায়মা রহমান - RT BD NEWS
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ইয়াবা মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড জীবনসঙ্গী মানেই ‘সবকিছুতে নিখুঁত’ হওয়ার চাপ নয় ভারত-পাকিস্তান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য চীনা রাষ্ট্রদূত পিরোজপুরে ২৫টি মোবাইল ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা, আহত ২ লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ওয়াশিংটনে জায়মা রহমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
জায়মা রহমান

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি প্রতিনিধি দলকে ১০ জানুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে না যাওয়ায় তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জায়মা রহমান।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনে মার্কিন কংগ্রেস ও সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্যারিস্টার জায়মা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। তিনি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এমন একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট