1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

জাতীয় ঐকমত্য কমিশনের ‘জাতীয় সনদ’ তৈরির উদ্যোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে এবং স্বল্প সময়ের মধ্যে একটি জাতীয় সনদ প্রণয়ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার-সংক্রান্ত ১৬৬টি সুপারিশ নিয়ে ইতোমধ্যে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চাওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ১৩ মার্চের মধ্যে দলগুলো তাদের মতামত জানাবে। এরপর দলগুলোর মতামত পাওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হবে। তবে আলোচনার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। যখন যে দলের মতামত পাওয়া যাবে, তখন থেকেই আলোচনা শুরু হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “অতীতেও অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়েছে, তাই এবারও তা সম্ভব।” এর মাধ্যমে বোঝানো হচ্ছে, কোনো পরিবর্তন আনতে গেলে শুধু সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই নয়, বরং বিশেষ পরিস্থিতিতে অধ্যাদেশের মাধ্যমেও তা বাস্তবায়ন করা যেতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কার, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন—এই পাঁচটি খাতে সংস্কারের সুপারিশ করেছে। এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কমিশন ছয়টি সম্ভাব্য পদ্ধতির কথা বলেছে, যা নিম্নরূপ— নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে।

এই ছয়টি বিকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট খাতগুলোর সংস্কারের বিষয়টি বাস্তবায়ন করা হবে বলে জাতীয় ঐকমত্য কমিশন মনে করে।

জাতীয় ঐকমত্য কমিশন প্রতিটি সুপারিশের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে দুটি বিষয়ে মতামত চেয়েছে।

প্রথমত, তারা সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কি না। এ ক্ষেত্রে তিনটি বিকল্প দেওয়া হয়েছে— একমত, একমত নই, আংশিক একমত।

দ্বিতীয়ত, সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় সম্পর্কে মতামত চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ছয়টি বিকল্পের মধ্যে যেকোনো একটি নির্বাচন করতে বলা হয়েছে।

এছাড়াও, প্রতিটি সুপারিশের পাশে ‘মন্তব্য’ দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ যুক্ত করতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশন শুধু রাজনৈতিক দলগুলোর মতামত নয়, সাধারণ জনগণের মতামতও জানতে চায়। এজন্য খুব শিগগিরই একটি ওয়েবসাইট চালু করা হবে যেখানে নাগরিকরা তাদের মতামত দিতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে একটি স্বচ্ছ, উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনা প্ল্যাটফর্ম, যেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, এমদাদুল হক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর দ্রুত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং স্বল্প সময়ের মধ্যেই ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করা যাবে। এই সনদ প্রণয়ন হলে এটি দেশের রাজনৈতিক সংস্কার, নির্বাচনব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট