1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদের আশঙ্কায় ঘরে ফিরতে পারি নাই: নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা

ডিসেম্বরে রপ্তানি আয়ে বড় সাফল্য, বেড়েছে ১৭.৭২ শতাংশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
রপ্তানি

সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭২ শতাংশ বেশি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছরের ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার। তবে চলতি বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ বেড়ে ৪৬২ কোটি ডলারে পৌঁছেছে।

ডিসেম্বর মাসে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে ৩৭৭ কোটি ৫ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৭ দশমিক ৪৫ শতাংশ বেশি। এর মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে আয় এসেছে ১৮৯ কোটি ১৮ লাখ ডলার, যা ১৬ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে ওভেন পোশাক রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৮৭ লাখ ডলারে, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ০৬ শতাংশ হ্রাস পেয়েছে।

ডিসেম্বর মাসে কৃষি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং হোম টেক্সটাইলের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে রপ্তানি আয় ২০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ডলার। এ খাতের আয় বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ। ডিসেম্বরে এ খাত থেকে আয় হয়েছে ১১ কোটি ৯ লাখ ডলার। ১৪ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে কৃষি পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ১০ কোটি ১ লাখ ডলার।

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮৪ শতাংশ বেশি।

এই সময়ে তৈরি পোশাক, ওষুধ, চামড়া এবং হোম টেক্সটাইলসহ মোট ২৭ ধরনের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তৈরি পোশাক খাতই সবচেয়ে বেশি অবদান রেখেছে।

দেশের রপ্তানি খাতের এই প্রবৃদ্ধি প্রমাণ করে, বৈশ্বিক বাজারে বাংলাদেশ ক্রমেই প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের অগ্রগতি এবং অন্যান্য খাতের প্রবৃদ্ধি ভবিষ্যতে আরও বড় সাফল্যের ইঙ্গিত দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট