1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নতুন টাকার নোটের ডিজাইনে থাকছে যেসব পরিবর্তন, আসছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে আনার সম্ভাবনা রয়েছে।

নতুন নোটগুলোতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন করা হবে। এতে,  নোটে যুক্ত হবে দেশের ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি। আগের নোটের তুলনায় নতুন ডিজাইনে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের নকশার বিস্তারিত প্রস্তাব জমা দিতে নির্দেশনা দেয়। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কার্যক্রম শুরু করেছে। এই কমিটির সভাপতি হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, ‘নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।’

টাকশালের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন টাকার জন্য টেন্ডার প্রক্রিয়া বাকি আছে। এটি সম্পন্ন হওয়ার পরই ছাপার কাজ শুরু হবে। বর্তমানে টাকা ছাপার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকার নোট বাজারে আনার পরিকল্পনা রয়েছে। নতুন নোট বাজারে এলে পুরোনো নোট পর্যায়ক্রমে তুলে নেওয়া হতে পারে।

নতুন নোট চালুর মাধ্যমে দেশীয় মুদ্রা ব্যবস্থায় নিরাপত্তা বৃদ্ধি এবং ভুয়া নোট প্রতিরোধ সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এছাড়া নোটের নতুন ডিজাইনে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন জাতীয় গৌরবের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট