1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি

সারা দেশের মতো পিরোজপুরেও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) পিরোজপুর পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “সঠিক ভোটার তালিকা একটি সুষ্ঠু নির্বাচনের অন্যতম ভিত্তি। আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে এবার আরও স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, পিরোজপুর পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদার।

সারা দেশের মতো পিরোজপুরের ৭টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম।

ভোটারদের ছবি, স্বাক্ষর, আইরিশ স্ক্যান ও দশ আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলমান থাকবে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিস ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য সঠিক তথ্য প্রদান ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ জন্য নাগরিকদের যথাযথ সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট