1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ

বিদেশের পালিয়ে যাওয়া ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
জাহাজ

বিদেশের বিভিন্ন বন্দরে জাহাজ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত। নৌপরিবহন অধিদপ্তর সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে পলাতক নাবিকদের বিষয়ে তথ্য প্রদান করতে সংশ্লিষ্ট থানা বা নৌপরিবহন অধিদপ্তরে জানাতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

বিজ্ঞপ্তিতে পলাতক নাবিকদের নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। এই ১৯ নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে যান। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তাঁরা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি।

আঞ্চলিক বিভাজন, নোয়াখালী: ৫ জন, চট্টগ্রাম: ৫ জন, ফেনী: ২ জন, অন্যান্য জেলা: ৭ জন।

১৩টি জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশের পতাকাবাহী এবং বাকি ১০টি বিদেশি পতাকাবাহী। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে একসঙ্গে চারজন নাবিক পালিয়েছেন।

২০২৩ সালের ২৭ নভেম্বর এই জাহাজটি রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে অবস্থান করছিল। ওই সময় চারজন নাবিক জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

নৌ আদালত এই ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, পলাতক নাবিকদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা নৌপরিবহন অধিদপ্তরে জানাতে হবে।

নৌপরিবহন অধিদপ্তরের সূত্র মতে, এই ঘটনা আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে। বিদেশি পতাকাবাহী জাহাজগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া দেশের পতাকাবাহী জাহাজগুলোতে নাবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাবিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট