1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

নোয়াখালীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: বিধ্বস্ত চার গ্রাম, ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
নোয়াখালীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: বিধ্বস্ত চার গ্রাম, ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড
নোয়াখালীর সেনবাগ ও সুবর্ণচরে আকস্মিক টর্নেডোর আঘাতে চারটি গ্রাম বিধ্বস্ত হয়েছে। মাত্র ৩ মিনিটে শতাধিক ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন।

নোয়াখালীর সেনবাগ ও সুবর্ণচর উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে অন্তত চারটি গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ২ থেকে ৩ মিনিট স্থায়ী এই ঝড়েই অর্ধশতাধিক ঘরবাড়ি ও একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শত শত গাছপালা, এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এই আকস্মিক টর্নেডোটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর, দেবীসিংপুর, গোপালপুর ও সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ৭০-৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ছিল খুবই দ্রুতগামী ও ধ্বংসাত্মক। ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিন উল্লা বলেন, “দুই-তিন মিনিটের মধ্যে বিষ্ণুপুরে ৮টি, দেবীসিংপুরে ৭টি, গোপালপুরে ৬টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। আরও ৩০টির বেশি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় পুরো এলাকা অন্ধকারে।” টর্নেডোতে বহু গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘরের চাল উড়ে গেছে, অনেকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

সুবর্ণচরের বাসিন্দা নুর নবী বলেন, “এমন ঝড় জীবনে দেখিনি। মুহূর্তেই আমার ঘরের ওপর বিশাল গাছ পড়ে যায়। কোনোমতে প্রাণ নিয়ে বের হয়েছি।”

আরেক বাসিন্দা বলেন, “ক্ষতিগ্রস্ত সবাই কৃষক ও দিনমজুর। গাছপালা ধ্বংস হয়ে তাদের চরম ক্ষতি হয়েছে। পরিবার নিয়ে এখন কেউ কেউ খোলা মাঠে আছে।”

সেনবাগ ইউএনও মো. মহিউদ্দিন ও সুবর্ণচরের ইউএনও রাবেয়া আফসার সায়মা জানান, “মৌসুমি বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে এই ধরনের টর্নেডো সৃষ্টি হতে পারে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে, আমরাও সরেজমিনে গিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তা দেওয়া হবে।”

নোয়াখালীর এই আকস্মিক টর্নেডো আবারো প্রমাণ করল, গ্রামীণ অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কতটা দুর্বল। কয়েক মিনিটের ঝড়ই লণ্ডভণ্ড করে দিয়েছে শত শত পরিবারের জীবন। দ্রুত পুনর্বাসন এবং আর্থিক সহায়তা এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট