1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো, নিয়োগ ঘিরে শুরু বিতর্ক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া স্ভিরিডেনকো

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ৩৯ বছর বয়সী ইউলিয়া স্ভিরিডেনকো। সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল পদত্যাগ করার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির পার্লামেন্ট তাকে এ পদে নিয়োগ দেয়।

কিয়েভভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২৬২ জন এমপি স্ভিরিডেনকোর পক্ষে ভোট দেন, যেখানে প্রয়োজনীয় ভোট ছিল ২২৬টি। মাত্র ২২ জন সংসদ সদস্য এই মনোনয়নের বিপক্ষে অবস্থান নেন।

এর আগে, ১৪ জুলাই প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউলিয়া স্ভিরিডেনকোকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়নের প্রস্তাব দেন। ১৬ জুলাই তিনি পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জমা দেন, এবং একই দিনে ডেনিস শ্মিগালকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় পার্লামেন্ট।

ইউক্রেনীয় আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী পদে পরিবর্তন হলে পুরো মন্ত্রিসভাকেই স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করতে হয়। আজকের অধিবেশনে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ব্যতীত অন্যান্য নতুন মন্ত্রীদের মনোনয়ন উপস্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ইউলিয়া স্ভিরিডেনকোর নিয়োগ নিয়ে সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন সংসদ সদস্য ও বিশ্লেষক। তাদের মতে, প্রধানমন্ত্রী পদের প্রার্থীকে সংসদীয় জোট বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে মনোনীত হতে হয়। তারপর প্রেসিডেন্ট তা আনুষ্ঠানিকভাবে পেশ করবেন। কিন্তু এই ক্ষেত্রে জেলেনস্কি নিজে থেকেই প্রস্তাব দিয়েছেন, যা প্রক্রিয়াগত অনিয়ম বলে ধরা হচ্ছে।

স্ভিরিডেনকোকে রাজনৈতিক মহলে জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী এবং প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়েরমাকের আস্থাভাজন হিসেবে বিবেচনা করা হয়। পর্যবেক্ষকদের মতে, এই নিয়োগের মাধ্যমে ইয়েরমাকের সরকারের ওপর প্রভাব আরও জোরদার হবে।

ক্ষমতাসীন ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ দল এ ইস্যুতে ১৬ জুলাই সন্ধ্যায় বৈঠকও করে। এতে বোঝা যায়, দলীয়ভাবে এই নিয়োগকে অনুমোদন দেওয়ার চেষ্টা হয়েছে, যদিও পদ্ধতিগত প্রশ্ন থেকেই গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট