1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নিয়োগে ঐকমত্য প্রস্তাব এনসিপি’র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া ও জাতীয় নিয়োগ কাঠামো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৭তম দিনের সংলাপ শেষে এসব কথা বলেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, “আমরা মনে করি, প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া গণতন্ত্রের জন্য হুমকি। তাই আমরা চাই এই তিনটি দায়িত্বে তিনজন ভিন্ন ব্যক্তি থাকুক। তবে বৃহত্তর স্বার্থে আমরা সম্মত হয়েছি যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে তিনি দলের প্রধান হবেন না।”

আখতার হোসেন জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ায় তারা আর আগের মতো বিচার বিভাগ-নির্ভর কাঠামোর পক্ষে নয়। বরং রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠনের প্রস্তাব এনেছে এনসিপি। প্রস্তাবিত কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি। এই কমিটিই র‌্যাঙ্কড চয়েস ভোটিংয়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবে।

তৃতীয় আলোচ্য বিষয় হিসেবে আখতার হোসেন বলেন, “জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের মাধ্যমে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের যে প্রস্তাব ছিল, তা থেকে সরে এসে এখন আলাদা আলাদা কমিটি গঠনের কথা বলা হচ্ছে, যেখানে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে বাদ দেওয়া হয়েছে— যা আমাদের উদ্বেগের কারণ।”

তিনি প্রশ্ন তোলেন, “একটি স্বাধীন এবং একক নিয়োগ বডির ধারণা থেকে সরে আসার কারণ কী? আমরা কি আবার দলীয় নিয়োগভিত্তিক পুরনো পদ্ধতির দিকেই ফিরে যাচ্ছি?”

এনসিপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, “সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাবমুক্ত, স্বাধীন এবং সংবিধানসম্মত নিয়োগ কাঠামো নিশ্চিত করতে হবে।” আখতার হোসেন সাফ জানিয়ে দেন, “সংবিধানের বাইরে রেখে কোনো নিয়োগ কাঠামো পরিচালনা সম্ভব নয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট