1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

এনসিপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: হাসনাত আবদুল্লাহ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
এনসিপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: ময়মনসিংহে জুলাই পদযাত্রায় হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কর্মসূচি ও সংগঠনকে চাঁদাবাজি থেকে মুক্ত রাখার দৃঢ় অবস্থান জানিয়েছে। ময়মনসিংহ টাউন হল মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজিতে লিপ্ত হলে তার জন্য এনসিপিতে কোনো জায়গা নেই।”

তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি অনৈতিক সুবিধা নিতে চায়, আমরা তাকে বরদাশত করব না। আমাদের লক্ষ্য সংখ্যা নয়, গুণগতভাবে শক্তিশালী, সৎ এবং নিষ্ঠাবান কর্মীবাহিনী তৈরি করা।”

সভায় হাসনাত আবদুল্লাহ দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে বলেন, “অনেকে শুধু ফেসবুকে সেলফি তুলে নিজেদের প্রচার করে, বাস্তব কর্মসূচিতে তাদের খোঁজ মেলে না। এই ‘তেলবাজ-সেলফিবাজ’ সংস্কৃতি এনসিপিতে বরদাস্ত করা হবে না।”

সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চাই। নির্বাচন কমিশন, পিএসসি ও দুদকের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিতে নতুন কমিটি গঠন করা হোক।”

তিনি বলেন, “ব্রহ্মপুত্র নদকে হত্যা করা হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিত হোক। এই দাবিগুলোই ‘জুলাই পদযাত্রা’র কেন্দ্রবিন্দু।”

পথসভা শেষে এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পদযাত্রাটি ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে ফিরে আসে। জনসভা এবং পদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৫০০ পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন ছিল।

আগামী ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই সনদ ঘোষণাপত্র’ অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য ময়মনসিংহবাসীকে আমন্ত্রণ জানান নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট