সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ জমা দিয়েছে বিশেষায়িত কারিগরি কমিটি। এই সুপারিশে দেশের ৩০০টি বিদ্যমান আসনের সীমানা পর্যালোচনা করে সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আমরা কমিশনার মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছি। আইন অনুযায়ী আমরা বিদ্যমান আসনগুলো যাচাই করে দেখেছি এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করেছি।’
কমিটি সূত্রে জানা যায়, এবারের সীমানা পুনঃনির্ধারণে দেশের মোট ৭৯টি সংসদীয় আসন নিয়ে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে নির্বাচন কমিশন সাত সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ছিলেন মো. রফিকুল হক এবং সদস্য হিসেবে ছিলেন ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।
কমিটি প্রতিবেদন তৈরির সময় ভৌগোলিক অবস্থা, প্রশাসনিক কার্যকারিতা, যোগাযোগ ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনি এখতিয়ার বিবেচনায় নেয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এসব বিষয়কে বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে আসনের সীমা পুনরায় নির্ধারণ করা হবে।
এখন প্রশ্ন দেখা দিয়েছে—আসলে কোন কোন আসনে পরিবর্তন আসছে? নির্বাচন কমিশন এই মুহূর্তে তা প্রকাশ না করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।