1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসির কাছে কারিগরি কমিটির সুপারিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ জমা দিয়েছে বিশেষায়িত কারিগরি কমিটি। এই সুপারিশে দেশের ৩০০টি বিদ্যমান আসনের সীমানা পর্যালোচনা করে সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আমরা কমিশনার মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছি। আইন অনুযায়ী আমরা বিদ্যমান আসনগুলো যাচাই করে দেখেছি এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করেছি।’

কমিটি সূত্রে জানা যায়, এবারের সীমানা পুনঃনির্ধারণে দেশের মোট ৭৯টি সংসদীয় আসন নিয়ে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে নির্বাচন কমিশন সাত সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ছিলেন মো. রফিকুল হক এবং সদস্য হিসেবে ছিলেন ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

কমিটি প্রতিবেদন তৈরির সময় ভৌগোলিক অবস্থা, প্রশাসনিক কার্যকারিতা, যোগাযোগ ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনি এখতিয়ার বিবেচনায় নেয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এসব বিষয়কে বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে আসনের সীমা পুনরায় নির্ধারণ করা হবে।

এখন প্রশ্ন দেখা দিয়েছে—আসলে কোন কোন আসনে পরিবর্তন আসছে? নির্বাচন কমিশন এই মুহূর্তে তা প্রকাশ না করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট