1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়?

চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার স্তরের একাডেমিক পদসোপান ও নবম গ্রেড এন্ট্রি পদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। তারা বলেন, এটি কোনো দাবি নয়, বরং ন্যায্য অধিকার।

পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার স্তরের একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের টাউনক্লাব মিলনায়তনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের দাবি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদকে নবম গ্রেডে উন্নীত করতে হবে এবং গেজেটেড মর্যাদা দিতে হবে। বক্তারা বলেন, এন্ট্রি পদে নবম গ্রেড কোনো দাবি নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক।

এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষকরা আরও বলেন, চার স্তরের একাডেমিক পদসোপান বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক সমাজের দীর্ঘদিনের বৈষম্য নিরসন সম্ভব হবে। তারা দাবি করেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে দ্রুত এ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট