1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতারা উপস্থিত থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পৌর জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর আব্দুল মালেক মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। পৌর সেক্রেটারি মো. আবুল বাশারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফ।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন—পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের পৌর সভাপতি রাকিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম রুমি, ইলিয়াস মৃধা এবং উপজেলা সাবেক সভাপতি আলী আজগর তালুকদার।

বক্তারা তাদের বক্তব্যে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, ভোটারদের মাঝে গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কর্মপন্থা তুলে ধরেন এবং মাঠপর্যায়ে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট