1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সতর্ক জাতিসংঘ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মিয়ামি হেরাল্ড জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কার্টেল লক্ষ্যবস্তুতে হামলার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘ বলছে, এই আক্রমণ অগ্রহণযোগ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। আগামী কয়েকদিন বা কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হতে পারে বলে শুক্রবার (৩১ অক্টোবর) মিয়ামি হেরাল্ড সূত্রে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পিত এই হামলাগুলো “কার্টেল দে লস সোলস” নামক একটি মাদকচক্রের ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এই কার্টেলের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেও জড়িত।

সূত্র আরও জানিয়েছে, মার্কিন আক্রমণের মূল উদ্দেশ্য হলো “কার্টেলের ক্ষমতার কাঠামো ধ্বংস করা”।

এর আগে মার্কিন প্রতিনিধি রাশিদা ত্লাইব অভিযোগ করেছিলেন, মাদুরো সরকারকে উৎখাতের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
ট্রাম্প নিজে বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের জন্য দায়ী কার্টেল সদস্যদের নির্মূল করাই তাদের লক্ষ্য।

অন্যদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একাধিকবার বলেছেন, “আমাদের দেশ এখন যুক্তরাষ্ট্রের শতাব্দীর সবচেয়ে গুরুতর সামরিক হুমকির মুখোমুখি।”
ওয়াশিংটন প্রশাসন অভিযোগ করেছে, ভেনেজুয়েলা মাদক চোরাচালান রোধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

বর্তমানে মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগরে আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন, এবং প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করেছে।
গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় নয়টি স্পিডবোট ধ্বংস করা হয়েছে, যেগুলোতে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সন্দেহ ছিল বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রকে এই হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রকে অবশ্যই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।”

তুর্ক আরও বলেন, “মার্কিন কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্য অনুযায়ী, এই নৌকাগুলোর কোনো ব্যক্তিই অন্যদের জীবনের জন্য সরাসরি হুমকি ছিল না। তাই এই হামলার দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট