1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও প্রার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনা এবং বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করছে—দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

তারেক রহমান বলেন, “গত কয়েক দিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা—এই সবকিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে, যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে।” তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ বড় বিপদের মুখে পড়তে পারে।

দেশকে অতীতেও ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে দাবি করে তারেক রহমান বলেন, “প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে। কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, আপনারা এই দেশকে খাদের কিনারা থেকে আবার ফিরিয়ে এনেছেন।”

তিনি আরও বলেন, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে ভয় বা আতঙ্কে না ভেঙে জনগণকে সাহস দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, “আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদের মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।”

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ করতে ঐক্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি যত বেশি ঐক্যবদ্ধ হবে এবং জনগণকে সামনে আনবে, ষড়যন্ত্রকারীরা ততই পিছু হটতে বাধ্য হবে। তিনি দাবি করেন, ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি ও সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে।

চট্টগ্রাম ও ঢাকায় দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এসব ঘটনার মাধ্যমে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তবে জনগণের ঐক্য ও সচেতনতার মাধ্যমেই এই অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট