1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কালীগঞ্জে রাস্তা নির্মানের সামগ্রী বিদ্যালয়ের মাঠে নষ্ট হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের ক্লাস ও পরিক্ষার পরিবেশ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কালীগঞ্জে রাস্তা নির্মানের সামগ্রী বিদ্যালয়ের মাঠে নষ্ট হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের ক্লাস ও পরিক্ষার পরিবেশ

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নে মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলজিইডির রাস্তা নির্মানের সামগ্রী রেখে কাজ করছেন মেসার্স সাইফুর রহমান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার কারনে বিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরিক্ষার বেঘাত ঘটছে। দুটি বিদ্যালয়ের একটিই মাঠ হওয়া মেশিনের আওয়াজ, পাথরের ধুলা-বালি ও বিটোমিন জ্বালানো কালো ধোয়াই অতিষ্ট দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষর্থীরা স্বাভাবিকভাবে পরিক্ষায় আংশ গ্রহণ করতে পারছেনা।

এলাকাবাসী জানান, এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্য কোথায় মালামাল রেখে কাজ করার জন্য বারবার তাগিদ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি করো কাছ থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা না করে জোর পূর্বক তারা এই কাজ চালিয়ে যাচ্ছে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসিম ঘোষ ও মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীস চন্দ্র বিশ্বাস জানান, আমাদের কোন কিছু অবহিত না করেই প্রথমে নির্মান সামগ্রী রাখে এবং পরবর্তীতে তারা কাজ শুরু করে। আমাদের নিষেধ অমান্য করেই তারা কাজ চলমান রেখেছেন।

ঠিকাদার সাইফুর রহমান জানান, সরকারি কাজ সবার কাছে বলা আছে। অনুমতির বিষয়ে কথা বললে তিনি এবিষয়টি এড়িয়ে যান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হয় এমন কোন কর্মকান্ড শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে করা যাবেনা। এব্যাপারে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট