1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মাহফিল থেকে ফেরার পথে কুমিল্লায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

মাহফিল থেকে ফেরার পথে কুমিল্লায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে

কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় নোয়াখালীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশায় বেপরোয়া গতিতে যানবাহন চালানো হতে পারে। তিনি বলেন, “কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দ্রুতগতিতে ছিল, এ কারণে সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি হতে পারে।”

ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট