1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেছেন, বিশাল একটি অংশকে বাদ দিয়ে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। শনিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে। অথচ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি সুবিধা থাকা সত্ত্বেও তা বিগত বছরগুলোতে কার্যকর হয়নি।

তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার বঞ্চিত করা ফ্যাসিস্ট, খুনি হাসিনার একটি চক্রান্ত ছিল। এ ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। যদি আমি একাই থাকি, তবু এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাবো।”

হাসনাত তার পোস্টে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশের অর্থনীতির জন্য প্রবাসী ভাই-বোনেরা অনন্য ভূমিকা পালন করেছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানেও তাদের সক্রিয় অংশগ্রহণ নজির স্থাপন করেছে। তিনি দাবি করেন, অনেক প্রবাসী হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছেন।

হাসনাত আরও বলেন, “প্রবাসীদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হোক, যাতে তারা সহজেই ভোটার হতে পারেন। অ্যাডভান্স ভোটিং সিস্টেমের মাধ্যমে তাদের ভোট প্রদানের সুযোগ দেওয়া যেতে পারে। নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে আমরা চুপ করে বসে থাকবো না। স্বৈরাচারী হাসিনা স্টাইলে কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট