1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
গরুর মাংস

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবারও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গরু, খাসির মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রি করবে, এমন তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আজ সোমবার রাজধানীর ফার্মগেট কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন।

এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। যদিও প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়, তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রোজার মাসে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকর ও মানসম্মত পণ্য সরবরাহের জন্য এই ভ্রাম্যমাণ দোকান ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও জানান, গরু, খাসির মাংস, দুধ, ডিম, মাছ বিক্রির পাশাপাশি বিভিন্ন প্রাণীজ পণ্য সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে পৌঁছানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট