1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে, ওয়ানডে সিরিজ, মিরপুর, সৌম্য সরকার, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, বাংলাদেশ ক্রিকেট

প্রথম ওয়ানডেতে জয় পেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ছিল একপ্রকার অলিখিত ফাইনাল। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং-বোলিং প্রদর্শনে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এটি ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। এর আগে ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছিল টাইগাররা, যা এখনও সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে রেকর্ডবুকে রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ব্যাট করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এই দুই ওপেনার মিলে ১৭৬ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে দেন।

তবে মিডল অর্ডারের ব্যর্থতায় তিনশ রানের ঘর ছোঁয়া সম্ভব হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

সাইফ হাসান ৭২ বলে ৮০ রান করেন, আর সৌম্য সরকার মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন — ৮৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৪৪ ও তাওহিদ হৃদয় ২৮ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বাংলাদেশের স্পিনারদের তোপে দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

অ্যালিক অ্যাথানেজ ১৫, ব্র্যান্ডন কিং ১৮, শাই হোপ ৪ ও আকিম অগাস্ট কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপরও কেউই দলকে টানতে পারেননি।

শেষ পর্যন্ত ৩০ ওভার ১ বল খেলেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আলিক হোসেনের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট, আর মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেল বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। বিশেষ করে তরুণ ব্যাটারদের পারফরম্যান্স এবং স্পিন আক্রমণে নিয়ন্ত্রণই জয় এনে দিয়েছে টাইগারদের।

বাংলাদেশ এখন সামনের আন্তর্জাতিক সূচির জন্য আত্মবিশ্বাসীভাবে প্রস্তুতি নিতে পারবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট