1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

বোরো ধানে বাম্পার ফলন, অভ্যন্তরীণ সংগ্রহে গতি: খাদ্য উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
বোরো ধান সংগ্রহ ২০২৫
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে এবার বোরো ধানে বাম্পার ফলন হয়েছে এবং সামগ্রিক খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। তিনি জানান, সরকারের লক্ষ্য—বিদেশ থেকে আর চাল আমদানি না করে অভ্যন্তরীণ উৎস থেকেই চাহিদা পূরণ করা।

শুক্রবার (২০ জুন) পটুয়াখালী সার্কিট হাউসে পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  খাদ্য উপদেষ্টা জানান, বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৭.৫ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩.৫ লাখ টন ধান, ১৪ লাখ টন চাল।

সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের সহায়তা করতে ধানের দাম কেজি প্রতি ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৪ টাকা বেশি। ধান-চাল সংগ্রহ অভিযান চলছে ২৪ এপ্রিল থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

জেলার ভিত্তিতে ধান-চাল সংগ্রহের অগ্রগতি,  পটুয়াখালী জেলা: ধান লক্ষ্যমাত্রা: ১,৯২৫ মেট্রিক টন (পুরোটা অর্জিত), চাল লক্ষ্যমাত্রা: ৫,৬৯৫ মেট্রিক টন, ইতোমধ্যে অর্জিত: ৪,৯৯৭ মেট্রিক টন চাল।

বরগুনা জেলা, ধান লক্ষ্যমাত্রা: ৫০০ মেট্রিক টন (পুরোটা অর্জিত), চাল লক্ষ্যমাত্রা: ১,৫১৩ মেট্রিক টন, অর্জিত: ১,৩৪৯ মেট্রিক টন। বরগুনার ৬টি এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)-এর ধারণক্ষমতা রয়েছে ১৫ হাজার মেট্রিক টন।

খাদ্য উপদেষ্টা জানান, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করতে, ২০২৫-২৬ অর্থবছরে খাদ্য ভর্তুকি বরাদ্দের প্রস্তাব: ৯,৫০০ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল: ৮,০৫৯ কোটি টাকা, ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ কার্যক্রম ৫০ লাখ পরিবার থেকে বাড়িয়ে ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হবে। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে পাবে। বর্তমানে এই কর্মসূচি বছরে ৫ মাস চলে, তবে আগামী অর্থবছর থেকে তা ৬ মাসে সম্প্রসারিত হবে। আলী ইমাম মজুমদার বলেন, “আমরা কখনোই স্থির অবস্থানে থাকতে পারি না। যোগ হচ্ছে, খরচও হচ্ছে। তবে এবারের বোরো ও আমন ভালো হলে আমদানি ছাড়াই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”

দেশে বোরো ধানের বাম্পার ফলন, অভ্যন্তরীণ সংগ্রহের অগ্রগতি এবং খাদ্য ভর্তুকিতে বরাদ্দ বৃদ্ধির খবর সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সরকার যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে দেশীয় উৎপাদন দিয়েই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট