পিরোজপুর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,শহীদ আল্লামা সাঈদী পুত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী বলেছেন,”আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে,জামায়াতে ইসলামীর রাজনীতি করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন,কুচক্রী মহলের অনেক অপবাদ সহ্য করেছেন,আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে মিথ্যে মানবতা বিরোধী অপরাধ মামলায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় জেল খেটেছেন। সর্বশেষ চিকিৎসার নামে তাকে মেরে ফেলা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। তার জীবদ্দশায় তিনি ন্যায়ের পথে থেকেছেন, কুচক্রী মহলের ষড়যন্ত্রে বিচলিত হননি,ধৈর্য ধারণ করে সব ষড়যন্ত্র মুখ বুজে সহ্য করে আল্লাহর কাছে বিচারের ভার দিয়ে গেছেন। আল্লাহ এমন বিচার করেছেন যে কুচক্রী মহল ক্ষমতায় থেকেও দেশ ছেড়ে পালিয়ে গেছে, ষড়যন্ত্রকারীদের ঘরবাড়ি ধন-সম্পদ এদেশের আপামর জনসাধারণ ভেঙেচুরে খানখান করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে,এর চেয়ে আর কি বিচার হতে পারে। আল্লামা সাঈদীর সন্তান হিসেবে বলতে চাই আমরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে কর্তব্য থেকে এক পা ও পিছপা হব না। সত্য ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে আমরা ভোটারদের কাছে যাব, সত্য মিথ্যার যাচাই তারা করবেন। আমরা ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিচলিত নই, ধৈর্য ধারণের নীতিতে বিশ্বাসী,সত্য ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাসী।”
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন ১নং পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আপনাদেরকে নির্বাচনের দিন ফলাফল ঘোষনা পর্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে,ধৈর্য ধারণ করতে হবে। ভোটারদের কাছে গিয়ে সত্যকে তুলে ধরতে হবে যে আমরা দুর্নীতি করে পকেট ভরার জন্য, গরিবের সম্পদ লুট করে খাওয়ার জন্য, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী,সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে জন সেবামূলক ও উন্নয়নমূলক কাজে এবং শান্তি ও সম্প্রীতি নীতিতে বিশ্বাসী। ষড়যন্ত্রকারী ও কুচক্রীমহল অনেক কিছুই বলবে, তাদের কথায় কান না দিয়ে সত্য ন্যায় সাধারণ জনসাধারণের সামনে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, কাজ করতে হবে।”
আল্লামা সাঈদী ও তার সন্তান এক নয় এ কথা প্রসঙ্গে তিনি বলেন,”শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা যেমন এক নয়,শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান যেমন এক নয় তেমনি আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং আমি মাসুদ সাঈদী এক না হলেও আমার পিতা জীবনে কোনদিন কোন দুর্নীতি করেননি,কোন অন্যায় কাজ করেননি, সারা জীবন ন্যায়ের পথে থেকে বিরোধী পক্ষ শত চেষ্টা করেও দুর্নীতির ব্যাপারে বিন্দু পরিমাণ দুর্নীতির প্রমাণ তুলে ধরতে পারেনি। আমিও ৫টি বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বিন্দু পরিমাণ দুর্নীতির কাজে নিজেকে জড়াইনি, সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকেছি, জনসেবামূলক কাজে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনারা যদি আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি সত্য ও ন্যায়ের পথে থেকে নিজেকে জনসেবামূলক কাজে সম্পৃক্ত রাখবো। কখনো আমার পিতার আদর্শ থেকে বিচলিত হবো না।”
১নং পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাও: মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল, সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।