1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো, নিয়োগ ঘিরে শুরু বিতর্ক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাজউদ্দীন আহমদের সন্তানদের সাক্ষাৎ, রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ঝিনাইদহে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুরে জমি বিরোধে খুন: ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ২ জন ৪০০০ কোটি বাজেটের রণবীরের ‘রামায়ণ’—ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ইন্দুরকানী থানায় অতিরিক্ত ডিআইজির দ্বিবার্ষিক পরিদর্শন, পুলিশ কার্যক্রমে সন্তোষ প্রকাশ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার পর হাসপাতালে ৪ জনের লাশ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ উচ্চ মুনাফার লোভে প্রতারণা বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

জাতীয় নির্বাচন সামনে রেখে ৫১ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করল ইসি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রস্তুতি হিসেবে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানিক প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১৫ জুলাই) একযোগে ৫১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২৩ জুলাই থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনের বিশেষ অংশে বলা হয়, পূর্বঘোষিত বদলির তালিকায় থাকা পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন—তাঁদের ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। সংশোধনের পরই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সময়মতো নির্বাচন আয়োজনের জন্য মাঠ প্রশাসনের গঠন ও ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয়।

নির্বাচনী বছর সামনে রেখে এই ধরনের ব্যাপক বদলি ইসির নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতির অংশ বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা। বিশেষ করে সংবেদনশীল ও গুরুত্বপূৰ্ণ এলাকাগুলোতে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের নিযুক্ত করার লক্ষ্যে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশন আরও জানায়, এই বদলিকৃত কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ইসির নির্ধারিত গাইডলাইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট