1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তায় এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭ ২০২৫ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য নির্বাচন কমিশনের ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য

জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের খুনি-ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০০৭ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো দেশ-বিদেশে, বিশেষ করে ভারতে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের বিচার বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, “এই খুনি হাসিনা ও স্বৈরাচারী আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতেই আমরা মাঠে নেমেছি।”

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সোয়া ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এই পদযাত্রা জুলাই মাসব্যাপী দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলন কোনো দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য ছিল না। এটি ছিল একটি সিস্টেম চেঞ্জের আন্দোলন। নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্ব চাই না। সকল বৈষম্য দূর করে নাগরিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন আমাদের ভয় ভাঙিয়েছে। মানুষ এখন নির্ভয়ে কথা বলছে। আর সেই সাহস নিয়েই আমরা নতুন রাষ্ট্র গঠনের পথে এগোচ্ছি।” তিনি ঘোষণা দেন, “গাইবান্ধা থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এখানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মতপ্রকাশ ও অধিকারভিত্তিক সমাজে বসবাস করবে।”

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।

সমাবেশে কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস গাইবান্ধার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, ইপিজেড ও শিল্প কারখানা স্থাপন এবং জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান।

এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্লাপুর উপজেলা সদর হয়ে গাইবান্ধায় এসে সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট