1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

কাহারোলে প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
কাহারোলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করল আবাম ফাউন্ডেশন

দিনাজপুরের কাহারোলে অসহায় প্রতিবন্ধী ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) আল আজহার ইসলামিক একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানটি আয়োজন করে আল আজহার ইসলামিক একাডেমি, কাহারোল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর চলাফেরা সহজতর করতে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে তারা সমাজের মূলধারায় কিছুটা হলেও নিজেকে আত্মপ্রকাশের সুযোগ পাবে।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা শাখার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাম্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। বক্তারা সকলকে এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

হুইল চেয়ার পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন। একজন উপকারভোগী বলেন, “এই হুইল চেয়ার পেয়ে আমি যেন আবার চলতে পারবো। সৃষ্টিকর্তার পর ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগের আয়োজকদের।”

উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং প্রতিবন্ধীদের সহযোগিতায় নিয়মিত কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট