1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বলেন, অন্তর্বর্তী সরকারের কনটেইনার টার্মিনাল হস্তান্তরের উদ্যোগ নেওয়ার আইনি কর্তৃত্ব নেই। তাঁর মতে, এই প্রক্রিয়া সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তাই জারি করা রুল যথাযথ ঘোষণা করা হলো।

অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার রায়ে দ্বিমত পোষণ করে বলেন, রিট আবেদনটি অপরিপক্ব। কারণ সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি; ফলে আবেদনকারীর রিট করার এক্তিয়ারও নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় নির্বাহী কার্য পরিচালনার পূর্ণ ক্ষমতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তাই তিনি জারি করা রুল খারিজ করে দেন।

বিভক্ত রায় ঘোষণার পর মামলার নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে। আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি এখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন, যিনি বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন।

রিটকারী পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রিটের বিষয়টি এখনো বিচারাধীন। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সরকার এনসিটি হস্তান্তর নিয়ে কোনো পদক্ষেপ নিলে তা অন্যায্য হবে। কারণ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল যথাযথ ঘোষণা করে আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাই সরকারের অপেক্ষা করা উচিত।

গত ২৬ এপ্রিল এক পত্রিকায় প্রকাশিত “নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে”—শিরোনামের প্রতিবেদন যুক্ত করে এ রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটে দাবি করা হয়, দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তর করা হলে তা পিপিপি আইন, ২০১৫ এবং পিপিপি প্রকল্প বাস্তবায়ন নীতিমালা, ২০১৭ লঙ্ঘন করবে।

গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চান—কেন এই চুক্তি প্রক্রিয়াকে স্বেচ্ছাচারি ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে কেন পিপিপি আইনের আওতায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এম মাহবুবউদ্দিন খোকন, আহসানুল করিম ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার বিভক্ত রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট