1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসির কাছে কারিগরি কমিটির সুপারিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ জমা দিয়েছে বিশেষায়িত কারিগরি কমিটি। এই সুপারিশে দেশের ৩০০টি বিদ্যমান আসনের সীমানা পর্যালোচনা করে সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আমরা কমিশনার মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছি। আইন অনুযায়ী আমরা বিদ্যমান আসনগুলো যাচাই করে দেখেছি এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করেছি।’

কমিটি সূত্রে জানা যায়, এবারের সীমানা পুনঃনির্ধারণে দেশের মোট ৭৯টি সংসদীয় আসন নিয়ে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে নির্বাচন কমিশন সাত সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ছিলেন মো. রফিকুল হক এবং সদস্য হিসেবে ছিলেন ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

কমিটি প্রতিবেদন তৈরির সময় ভৌগোলিক অবস্থা, প্রশাসনিক কার্যকারিতা, যোগাযোগ ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনি এখতিয়ার বিবেচনায় নেয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এসব বিষয়কে বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে আসনের সীমা পুনরায় নির্ধারণ করা হবে।

এখন প্রশ্ন দেখা দিয়েছে—আসলে কোন কোন আসনে পরিবর্তন আসছে? নির্বাচন কমিশন এই মুহূর্তে তা প্রকাশ না করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট