মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা এবং দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করে টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে যুক্তি ও পাল্টা যুক্তির তীব্র লড়াই শেষে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিচারকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম, মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নু-আলম এবং টঙ্গীবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইভস্টক সার্ভিস প্রভাইডার মো. সোহাগ শেখ।
এসময় উপস্থিত ছিলেন পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, সাংবাদিক এম এম রহমান, মো. জসিম উদ্দিন, রাব্বি সরদার, পাভেল শিকদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে এবং দুর্নীতিবিরোধী চেতনাকে আরও শক্তিশালী করবে।