পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এডভোকেট রেজাউল করিম (মিটুল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সভার সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব শেখ ইমদাদুল হক মাসুদ এবং জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর অবদান ও তার স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দলের ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।