
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কঁচা ও বলেশ্বর নদীর ৪১ কিলোমিটার বেড়িবাঁধ পুনঃনির্মাণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ জনমত যাচাইয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণ শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসাইন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ৩ নং বালিপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক নেতা আহসানুল হক ছগির, সাংবাদিক, বিএনপি ও জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ সহ এলাকার শত শত লোক উপস্থিত থেকে বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি তোলেন।
উল্লেখ্য যে, অএ উপজেলায় ২০০৭ সালের সিডর এবং তারপরে আইলা রেমালসহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হলে ও তা পূর্ণ:নির্মান করা হয়নি। যার ফলে নদী তীরবর্তী প্রায় ৫০হাজার থেকে ৬০ হাজার মানুষকে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ০৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে জনাব মাসুদ সাঈদীর নেতৃত্বে বেড়িবাঁধ পূর্ণ:নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করলে মন্ত্রণালয় থেকে জনমত যাচাইয়ের জন্য পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন।
এ বিষয়ে পিরোজপুর পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসাইন জানান, উপজেলার নদীর তীরবর্তী ৪১ কিলোমিটার বেড়িবাঁধ পূন:নির্মান, ১৩টি সুইচ গেইট সংস্কার ও ১০টি খাল খননের জন্য মন্ত্রণালয়ের নির্দেশে জনমত জরিপ করে প্রতিবেদন দাখিল করতে হবে। সরকার বরাদ্দ দিলেই অতি দ্রুত টেকশই বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হবে।
Like this:
Like Loading...
Related