1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে মুখ খুললেন ভিন্সি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস

মালায়লাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যখন মাদক সেবন ও যৌন হেনস্তার মতো গুরুতর বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে, তখন প্রতিবাদী কণ্ঠ হিসেবে সামনে আসেন জনপ্রিয় অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস। মাদকবিরোধী অবস্থান নিয়ে তিনি স্পষ্ট বলেন, তিনি আর মাদকাসক্ত কোনও সহ-অভিনেতার সঙ্গে কাজ করবেন না। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয় এবং ব্যক্তিগতভাবেও তাকে হেনস্তার মুখোমুখি হতে হয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী বিস্তারিত ব্যাখ্যা করেন তার আগের মন্তব্যের পেছনের কারণ। ভিন্সি বলেন, “আমি কয়েকদিন আগে একটি মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বলেছিলাম, যারা মাদক সেবন করেন, তাদের সঙ্গে আমি আর কাজ করব না। এরপর থেকেই অনেকেই আমাকে প্রশ্ন করতে শুরু করেন, আমি কেন এমন বলেছি।”

এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ভিন্সি তুলে ধরেন একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখানে এক সহ-অভিনেতার মাদকাসক্ত আচরণ তাকে চরম বিব্রত ও অস্বস্তিতে ফেলেছিল।

ভিন্সির ভাষ্য অনুযায়ী, “আমি এমন একটি ছবিতে কাজ করছিলাম যেখানে প্রধান চরিত্রে থাকা একজন অভিনেতা নিয়মিত মাদক সেবন করতেন। একদিন তিনি প্রকাশ্যে আমার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি জোর করে আমার পোশাক ‘সেট’ করে দেওয়ার চেষ্টা করেন, যা ছিল অত্যন্ত অপমানজনক।”

তিনি আরও বলেন, “একটি দৃশ্যের মহড়ার সময় হঠাৎ করে ওই অভিনেতার মুখ থেকে সাদা কিছু পদার্থ টেবিলের উপর পড়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি সেটেও মাদক সেবন করছিলেন। এতে শুধু আমি নই, সেটে থাকা বাকি কলাকুশলীরাও বিরক্ত হন।”

ভিন্সি স্পষ্ট করে বলেন, “যে কেউ তার ব্যক্তিগত জীবনে কী করছেন, সেটা তার বিষয়। কিন্তু যখন সেই আচরণ কাজের পরিবেশ প্রভাবিত করে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এই ধরনের পরিবেশে কাজ করতে রাজি নই।”

ঘটনার সময় পরিচালক ওই অভিনেতার সঙ্গে কথা বলেছিলেন বলে জানান ভিন্সি। কিন্তু সেই কথাবার্তা কোনও প্রকৃত পরিবর্তন আনতে পারেনি। পরিস্থিতি আগের মতোই ছিল। এই অভিজ্ঞতা থেকেই তিনি সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে তিনি আর মাদকসেবীদের সঙ্গে কাজ করবেন না।

মালায়লাম সিনেমার গ্ল্যামার জগতের পেছনে থাকা গুরুতর বাস্তবতাগুলো সামনে আনতে সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছেন ভিন্সি অ্যালোশিয়াস। তার অভিজ্ঞতা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ কেমন হওয়া উচিত সে বিষয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে সবাইকে। তার স্পষ্ট বার্তা— মাদকাসক্ত সহ-অভিনেতাদের সঙ্গে আর নয় কাজ— আজ অনেকেরই কণ্ঠস্বর হয়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট