1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্বিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্বিত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসভবনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে তিনি এই কথা বলেন।

হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, “জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। এ জন্য দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ খালেদা জিয়াকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি দেশবাসীর অনুপ্রেরণা।”

প্রায় ১৫ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হুমায়ুন কবীর। গত ৯ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল।

বিশ্বব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন হুমায়ুন কবীর। বিএনপির পক্ষ থেকে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত। বিএনপি নেতারা মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার সরকারের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড প্রকাশ্যে আনার ক্ষেত্রে হুমায়ুন কবীরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

শারীরিকভাবে অসুস্থ থাকলেও দেশ ও জনগণের প্রতি খালেদা জিয়ার মনোযোগ অটুট রয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানান, “বেগম খালেদা জিয়া সবসময় জনগণের পাশে ছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করতে উৎসাহিত করেছেন।”

দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক খালেদা জিয়া এখনও দেশের জনগণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে। অন্যদিকে, হুমায়ুন কবীরের দেশে প্রত্যাবর্তন বিএনপির আন্তর্জাতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট