1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

বিসিবির ডাকের অপেক্ষায় মোহাম্মদ রফিক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক

বাংলাদেশ ক্রিকেটে একসময়কার তারকা বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক আজও জাতীয় দলের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন। ঘরোয়া লিগে এবং বিপিএলে কোচিং করিয়ে গেলেও, জাতীয় দলের সঙ্গে কাজ করার জন্য এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাকের অপেক্ষায় রয়েছেন তিনি।

বর্তমানে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ রফিক। মিরপুরে গতকাল দলের অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় দলে কাজ করার ইচ্ছা তার বহুদিনের। কিন্তু বিসিবি থেকে এখনো কোনো ডাক পাননি, যা তার জন্য কিছুটা হতাশাজনক।

রফিক বলেন, “আমরা সবসময়ই প্রস্তুত থাকি যে, কখন বোর্ড আমাদের ডাকবে। দুঃখের বিষয়, আমরা অনেক দিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি, শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে। কিন্তু আমরা দেশের ক্রিকেটের জন্য যা শিখেছি তা ভাগাভাগি করতে পারছি না। এটা ভীষণ কষ্টের।”

বিসিবি অধিকাংশ সময় বিদেশি কোচদের নিয়োগ দিয়ে থাকে, যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন রফিক। তার মতে, দেশি কোচরা স্থানীয় খেলোয়াড়দের মানসিকতা এবং প্রয়োজনগুলো আরও ভালোভাবে বুঝতে পারেন।

তিনি বলেন, “বিদেশি কোচ একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন, কাজ করেন এবং চলে যান। কিন্তু দেশি কোচরা সবসময় দেশের ক্রিকেটারদের পাশে থাকেন। তারা খেলোয়াড়দের সমস্যা দ্রুত বুঝতে এবং সমাধান করতে পারেন।”

বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন দেশি কোচদের আরও বেশি অন্তর্ভুক্তির পক্ষে কথা বলছেন। ইতোমধ্যে মোহাম্মদ সালাউদ্দিনের মতো কোচকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছেন, যা রফিকের কাছে ইতিবাচক মনে হয়েছে।

জাতীয় দলের জন্য কাজ করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন রফিক। রংপুর রাইডার্সের অনুশীলনে তার সহায়তায় তরুণ স্পিনাররা উপকৃত হচ্ছেন। এছাড়া তার কাছে বিভিন্ন সময় ক্রিকেটাররা এসে তাদের সমস্যার কথা বলেন, এবং রফিক তাদের জন্য সমাধানের চেষ্টা করেন। “আমার কাছে এখনও অনেক ক্রিকেটার আসে। তারা জানায়, কী সমস্যায় পড়ছে। আমি তাদের পরামর্শ দেই। শেখার কোনো শেষ নেই। আমরা যতই ক্রিকেট নিয়ে কাজ করব, ততই শিখব এবং শিখতে শিখতেই অন্যদের শেখাতে পারব।”

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও বিসিবিতে কাজ করতে আগ্রহী ছিলেন। বহুবার তিনি এই আগ্রহ প্রকাশ করেছেন। ঠিক তেমনই রফিকও বোর্ডের একটি ডাকের অপেক্ষায় রয়েছেন। কিন্তু অপেক্ষা করতে করতে কিছুটা আক্ষেপও জমে উঠেছে তার মনে।

জাতীয় দলের জন্য নিবেদিতপ্রাণ এই তারকা ক্রিকেটারদের অভিজ্ঞতা দেশের ক্রিকেটের জন্য একটি সম্পদ। তবে তাদের সঠিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে বিসিবিকে আরও মনোযোগী হতে হবে। দেশি কোচদের নিয়ে কাজ করার ধারা অব্যাহত রাখলে রফিকের মতো কিংবদন্তিদের অভিজ্ঞতা জাতীয় দলে ব্যবহারের সুযোগ বাড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট