1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

শিশুশিল্পী থেকে ভারতীয় টেলিভিশনের তারকা: জান্নাত জুবায়েরের সাফল্যের গল্প

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
জান্নাত জুবায়েরে

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেও মাত্র ২৩ বছর বয়সেই ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জান্নাত জুবায়ের। তার অভিনয়ের প্রতিভা ও তারকাখ্যাতি তাকে এনে দিয়েছে বিশাল জনপ্রিয়তা এবং বিপুল পরিমাণ সম্পদ। ছোট পর্দায় শুরু হলেও এখন তার কৃতিত্ব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ও ব্যবসা জগতেও।

জান্নাত বর্তমানে প্রতি এপিসোডে ১৮ লাখ টাকা পারিশ্রমিক পান, যা টেলিভিশন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে। তার অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা তাকে এনে দিয়েছে অগণিত ভক্ত ও প্রশংসা, এবং এই পারিশ্রমিক তার সাফল্যের প্রতিফলন।

জান্নাত শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সফল। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৫ কোটি ফলোয়ার রয়েছে। তার প্রতিটি পোস্টে বিপুল সংখ্যক লাইকের সাথে কমেন্টের বন্যা চলে আসে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা নয়, সেখান থেকেও তিনি নিয়মিত আয় করেন, যা তাকে আরও বড় এক প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করেছে।

টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ব্যবসায়েও সফল জান্নাত। মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কেনার মতো কাজটি করে তিনি নিজের প্রাপ্তির পরিধি আরও বড় করেছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে অংশগ্রহণ এবং মিউজিক ভিডিওতে কাজও তার আয়ের বড় উৎস হিসেবে কাজ করছে।

জান্নাত তার অভিনয় জীবনে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’ এবং ‘তু আশিকি’। এছাড়াও রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। তার প্রতিভার কারণে তিনি ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’ হওয়ার গৌরব অর্জন করেছেন।

জান্নাতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশাল সংখ্যক ফলোয়ার রয়েছে, এবং সেই প্ল্যাটফর্মে তার পোস্টগুলি তার আর্থিক সাফল্যের অন্যতম উৎস হয়ে উঠেছে। নিজের স্টাইল, ফ্যাশন, এবং জীবনযাত্রার বিভিন্ন দিক শেয়ার করে তিনি নতুন প্রজন্মের এক ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিতি পেয়েছেন।

শুধু অভিনয়েই নয়, ব্যবসা, সোশ্যাল মিডিয়া, এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তার বহুমুখী প্রতিভা তাকে দিয়েছে এক অনন্য অবস্থান। ২৩ বছর বয়সে তার কাছে রয়েছে ২৫০ কোটি টাকার সম্পদ, যা তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার স্বীকৃতি। জান্নাত জুবায়ের এখন শুধুমাত্র এক জনপ্রিয় অভিনেত্রী নন, বরং একজন সফল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়ীও।

তাকে নিয়ে যে আগামীতেও আরও অনেক বড় সফলতার গল্প শোনা যাবে, তা নিশ্চিতভাবেই বলা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট