1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে ভাসমান হাটে জমজমাট আমন ধানের চারা বিক্রি চলছে। প্রতি সপ্তাহে দুই দিন বসা এই বাজার থেকে আশপাশের জেলার কৃষকেরা কয়েক লক্ষ টাকার চারা কিনে নিচ্ছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, এ হাট কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে।

উপকূলজুড়ে এখন আমন ধান আবাদের ধুম পড়েছে। কৃষকেরা মাঠে ধানের আবাদ নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অনেক কৃষকের বীজতলার চারা নষ্ট হয়ে যায়। এই সংকট মোকাবিলায় পিরোজপুরের কাউখালীতে গড়ে ওঠা ভাসমান আমন ধানের চারা বিক্রির হাট এখন কৃষকদের প্রধান ভরসা হয়ে উঠেছে।

সন্ধ্যা নদীতীরবর্তী কাউখালীর দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া সেতুর পাশে সপ্তাহে দুই দিন—শুক্রবার ও সোমবার—এই হাট বসে। ভোর থেকে শুরু হওয়া হাটে শত শত নৌকায় করে কৃষকেরা আমন চারা নিয়ে আসেন। কয়েক লক্ষাধিক টাকার চারা বিক্রি হয় এই হাটে। প্রতি পোন (৮০ মুঠো) চারা বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১৮০০ টাকায়। কৃষকদের মতে, গত বছরের তুলনায় এবার দাম অনেকটা কম।

স্থানীয় কৃষক আবুল কালাম জানান, “গত বছর একই চারা পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই চারা দেড় হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।” নাজিরপুরের কৃষক আব্দুস সোবহান বলেন, “নিজে বীজতলা তৈরি করতে সময় ও খরচ দুটোই বেশি লাগে। কিন্তু এই হাট থেকে চারা কিনলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়।” ঝালকাঠীর কৃষক মৃণাল কান্তি রায় জানান, বর্তমানে শ্রমিক সংকট ও উচ্চ মজুরির কারণে চারা কিনে জমিতে রোপণ করাই সাশ্রয়ী।

কৃষি কর্মকর্তারা বলছেন, কাউখালী অঞ্চলের জমি উঁচু ও নদীবেষ্টিত হওয়ায় এখানে জলাবদ্ধতা হয় না। ফলে এখানকার বীজতলা অন্যান্য অঞ্চলের তুলনায় ভালো থাকে। পিরোজপুর, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠিসহ আশপাশের জেলার কৃষকেরা তাই এখানে ভিড় জমাচ্ছেন।

কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, “এখানকার কৃষকেরা জমিতে একাধিকবার আমন বীজতলা তৈরি করতে পারেন। এ বছর এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকার চারা বিক্রি হয়েছে।” উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার জানান, “আগামী আরও ১৫ দিন এই হাটে চারা বিক্রি চলবে। আমাদের কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন।”

বিশেষজ্ঞরা বলছেন, কাউখালীর এই ভাসমান বীজতলার বাজার শুধু স্থানীয় কৃষকদের নয়, বরং আশপাশের অঞ্চলের কৃষি উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট